বিনোদন ডেক্স।। বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান অসুস্হ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (১৭ই ফেব্রুয়ারী) ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তার মেয়ে কোয়েল বলেন, ‘দুইদিন ধরে আব্বার শরীরটা খুবই খারাপ ছিল। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখি শরীর বেশি খারাপ। তাই দেরি না করে হাসপাতালে নিয়ে এসেছি।’
চিকিৎসকের বরাত দিয়ে অভিনেতার মেয়ে আরও বলেন, ‘আব্বার অক্সিজেন লেভেল কমে গেছে। তা বাড়ানোর চেষ্টা চলছে। একদিন পর্যবেক্ষণ করে উনার শরীরের পুরো অবস্থা জানাবেন ডাক্তার।’
১৯৬৫ সালে চলচ্চিত্রে আগমন হয় অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত। তিনি অসংখ্য সিনেমা ও নাটকে সফল অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
Leave a Reply