স্টাফ রিপোর্টার।। কুয়েতে গ্রেফতারকৃত লক্ষিপুর-২ আসনের সাংসদ কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি ও কন্যা ওয়াফা ইসলাম কে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় দশ দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহম্মেদ সোহেলেেরর যৌথ বেঞ্চ বৃহস্পতিবার (১০ই ডিসেম্বর) এই আদেশ প্রদান করেন। এবং বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আরিফুল ইসলাম মিয়াকেও তলব করেছে আদালত।
এমপি পাপুল কুয়েতে গ্রফতার হওয়ার পর গত ১১ই নভেম্বর এমপি পাপুল স্ত্রী এমপি সেলিনা ইসলাম মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দূদক।
দূদক মামলায় অভিযোগ করে, পাপুলের শ্যালিকা জেসমিন শিক্ষার্থী থাকা কালে দুই কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার অবৈধ সম্পদ আয় করেছে।
কাগুজে প্রতিষ্ঠানের নামে পাঁচ ব্যাংকের মাধ্যমে ২০১২ থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ১৪৮ কোটি টাকা হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে অর্থপাচার করেছে বলে অভিযোগ করা হয়।
প্রধান আসামি জেসমিন শিক্ষার্থী থাকা অবস্থায় সেলিনা ইসলাম ও ভগ্নিপতি শহীদুল ইসলাম পাপুলের অবৈধ অর্জিত অর্থ মানিলন্ডারিং করে বৈধতায় রূপ দিতে “লিলাবালি” নামে গড়ে তুলে একটি কাগুজে প্রতিষ্ঠান।
বিভিন্ন ব্যাংকে প্রায় ৪৪টি হিসাব পাওয়া গেছে তার নামে। এনআরবি কমার্শিয়াল ব্যাংকেই রয়েছে ৩৪টি এফডিআর হিসাব। শহীদুল ইসলাম পাপুল এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ছিলেন বিধায় এ সুবিধা পেতে তাকে কোনো সমস্যায় পড়তে হয়নি।
এই সব অভিযোগের ভিত্তিতে গত ১৭ জুন পাপুলের স্ত্রী মেয়ে ও শ্যালিকার দেশ ত্যাগ করতে নিষেধাজ্ঞা জারী করেছে দূদক।
আরো পাপুলের নামে ২৩ টি এফডিআরে ২ কোটি ১৮ লক্ষ সেলিনা ইসলামের নামে ২৯৫টি এফডিআরে ২০ কোটি ৮৬ লক্ষ জেসমিনের নামে ২০টি এফডিআরে ১ কোটি এবং মেয়ে ওয়াফা ইসলামের নামে ৪১টি এফডিআরে ২ কোটি ২৯ লক্ষ টাকা রয়েছে।
Leave a Reply