স্পোর্টস ডেক্স।। করোনার কারনে ২৫ মাস বিরতির পর গতকাল ২০শে জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দারুন এক জয়ের মধ্য দিয়ে শুরু করলো টাইগার বাহিনী। তুলে নিলো ৬ উইকেটের সহজ জয়। যার ফলে সিরিজে ১-০তে এগিয়ে গেলো বাংলাদেশ।
প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। আধিপত্ব বিস্তার করেছে বোলিং এবং ব্যাটিং দুটোতেই। সে কারনে স্বাগতিকরা জয়ী হয় ৩৩.৫ ওভারেই। ৯৭ বল থাকতেই লক্ষ্য টপকে ১২৫ রান করে বাংলাদেশ।
ওয়েষ্টইন্ডিজের হয়ে তিন উইকেট নেন আকিল হোসেইন। এর আগে টস জিতে মিরপুরে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার বাহিনী। জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৩ রান।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুরন্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ৮ রান দিয়ে শিকার করেছেন চার উইকেট। ব্যাটিং-এ অবশ্য সেভাবে জ্বলে উঠতে পারেননি। সংগ্রহ করেন ১৯ রান। তবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
সাকিবের সঙ্গে দুর্দন্ত বোলিং করেছেন হাসান মাহমুদ। ৩ উইকেট শিকার করে নিজের অভিষেক ম্যাচ রাঙিয়ে তুলেছেন এ তরুণ বোলার। এবং মুস্তাফিজুর রহমান নেন দুই উইকেট। বোলিং তোপে উইন্ডিজ ৩২.২ ওভারে মাত্র ১২২ রান তুলে।সফরকারী দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রান করেছেন অভিষিক্ত কাইল মেয়ার্স।
Leave a Reply