খেলাধুলা ডেক্স।। টেষ্ট ২ টি ওয়ানডে ৩ টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছে গেছে ওয়েষ্টইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াররা। আজ রোববার সকালে ঢাকা শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা কালিন এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সিরিজ। বাংলাদেশের জন্য প্রথম। যার ফলে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন বাংলাদেশ ক্রিকেট দল।
কোয়ারেন্টাইনে তিন দিন থাকার পরে করোনা টেষ্ট হবে তারপর মাঠে অনুশীলনের সুযোগ পাবে ওয়েষ্টইন্ডিজ দল।
আগামি ১৮ জানুয়ারি বিকেএসপি মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ও ২২ শে জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুইটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে হবে ৩য় ও শেষ ওয়ানডে।
এরপর ২৮ হতে ৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৩ রা ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ১১ই ফেব্রুয়ারী থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেষ্ট।
Leave a Reply