আন্তর্জাতিক ডেক্স।।আফগানিস্তানের দক্ষিণ অন্চলের তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে সরকারি বাহীনির অভিযান চলাকালে অন্তত ৬২ জন তালেবান জঙ্গী নিহত হয়েছেন বলে জানা যায়। এই ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছন।
রোববার (১৩ই ডিসেম্বর) এক বিবৃতিতে আফগান সরকারি বাহিনী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে উক্ত এলাকায় তালেবানদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। খবরঃ আফগানিস্তান টাইমস্।
সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, কান্দাহার শহর ও এর আশে পাশে পাঁচ জেলায় বিমানবাহিনীর ছত্র ছায়ায় ব্যাপক এ অভিযান পরিচালিত করা হয়।
এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার (১২ ডিসেম্বর) কান্দাহারে তালেবানদের অবস্থান সমূহে বিমান হামলা চালায়।
কান্দাহার প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে অতর্কিত হামলা চালায় তালেবান। তার পরেই শুরু হয় বিমান হামলা।
Leave a Reply