স্বাধিনতার কন্ঠ ডেক্স।। কিছু সংখ্যক রোহিঙ্গাদের প্রথম ধাপে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার (৩১শে জানুয়ারী) ঢাকার একটি অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
আগামি ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে এ ব্যাপারে আবারো বাংলাদেশ-মিয়ানমার বৈঠকে হবে বলে জানিয়য়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
২০১৭ সালের ২৫ অগাস্ট মিয়ানমারে রোহহিঙ্গাদের উপর সেনা অভিযান শুরু করার পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগেও বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা। এখন প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্হান করছে।
আন্তর্জাতিক চাপের কারনে এর আগে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও তা এখোনে বাস্তবায়ন হয়নি।
২০১৯ সালে দুইবার প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হলেও রাখাইন রাজ্যে শঙ্কার কথা তুলে ধরে ফিরে যেতে রাজি হয়নি রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার নিয়ে যেনো তারা স্বদেশে ফিরতে পারে সেই ব্যাবস্হা করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
Leave a Reply