আন্তর্জাতিক ডেস্ক।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করেছে আমেরিকার লিহাই বিশ্ববিদ্যালয়। ৩০ বছর আগে ঐ বিশ্ববিদ্যালয় থেকে তাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ১৯৮৮ সালে লিহাই বিশ্ববিদ্যালয় থেকে ট্রাম্পকে যে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছিলো তা শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। লিহাই বিশ্ববিদ্যালয় কেনো ডিগ্রী বাতিল করেছে তা বিস্তরিত জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা ও হতাহতের পর ট্রাম্প আস্তে আস্তে একঘরে হয়ে পড়ছেন। সেই ধারাবাহিকতায় কেড়ে নেওয়া হয়েছে তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী।ক্যাপিটল হিলে হামলায় পুলিশসহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এই হামলায় ট্রাম্পের উসকানি আছে বলে মনে করা হচ্ছে। তাই তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও অভিশংসন করার কথাও ভাবছে ডেমোক্র্যাট নেতারা।
টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করেছে। এদিকে তার দলের অনেক নেতারা ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে। এবং অভিশংসনের পক্ষে সমর্থন দিয়েছেন। ট্রাম্পের কাছ থেকে পরমাণু অস্ত্রের কোড প্রত্যাহার করার দাবিও উঠেছে।
Leave a Reply