বিনোদন ডেস্ক।। অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারনে আইসিইউতে নেয়া হয়েছে।সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।
এর আগে গত ২ রা মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ। তারপর জ্বরে আক্রান্ত হয়েছিলেন কমে যাচ্ছিল তার ঘ্রাণশক্তি। পরে ৮ ই মার্চ পরীক্ষা করে তিনি জানতে পারেন তিনি করোনা পজেটিভ। তারপর হোম কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় হাসপাতালে।
তিনি একজন খ্যাতিমান চলচিত্র পরিচালক। ১৯৭৪ সালে সহকারী পরিচালক হিসেবে চলচিত্রে কাজ শুরু করেন। ১৯৭৯ সালে ‘দ্যা ফায়ার’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি প্রায় অর্ধশত ছবির পরিচালনা করেছেন।
Leave a Reply