পরে মেয়েটির মা বাদী হয়ে আকবর শাহ্ থানায় মামলা করেন এবং ধর্ষন মামলার মূল আসামী গ্রেফতার হয়েছে। মামলায় তিনি অভিযোগ করেন,আরিয়ানের সঙ্গে তার দ্বাদশ শ্রেণি পড়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাসা থেকে নিষেধ করায় মেয়ে আরিয়ানকে এড়িয়ে চলতে শুরু করে।
গত ১১ ডিসেম্বর বিকেলে বই কেনার জন্য মেয়েটি বাসা থেকে জিইসি মোড়ে যাওয়ার সময় আরিয়ান তাকে ফোনে জানায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে পূর্ব ফিরোজ শাহ্ কলোনিতে তার বন্ধু মেহেদীর বাসায় আছে এবং দেখা করতে বলে।
কলেজছাত্রীটি সেখানে পৌছালে তাকে জোর পূর্বক দুইজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন মেয়েটির মা।
মামলায় আরো উল্লেখ করেন, মেহেদীর বাসায় এই ঘটনার সময় বাসায় অন্য কেউ ছিলো না। তার মেয়ে চিৎকার করলে যেন বাইরে থেকে শোনা না যায় সেইজন্য উচ্চশব্দে গান বাজাচ্ছিলো ওরা দুইজন।
আকবর শাহ্ থানার অফিসার ইনচার্জ জহির হোসেন জানান, বুধবার ভোরে খুলশী থানার মাষ্টার লেইন এলাকা থেকে মূল আসামী পলাতক আরিয়ান (২০) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে।
এদিকে অপর আসামী মেহেদী কে গ্রেফতার করার জন্য জোর অভিযান চলছে। এলাকাবাসী জানায় আরিয়ান ও মেহেদী এলাকায় বেকার ও বখাটে যুবক হিসেবে পরিচিত।
Leave a Reply