চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম সমুদ্রবন্দরে স্থাপিত দুইটি অত্যাধুনিক কনটেইনার স্ক্যানার মেশিন চালু হলো আজ।
দুপুরে, চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে বসানো স্ক্যানার উদ্বোধন ও হস্তান্তর করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের ১২টি গেটের মধ্যে এতদিন সাতটি গেটে কন্টেইনার স্ক্যানার ছিলো।
এর মধ্যে পাঁচটি ফিক্সড এবং দুটি ছিলো মোবাইল স্ক্যানার। তবে এসব স্ক্যানার দিয়ে শুধুমাত্র আমদানি পণ্যবাহী কন্টেইনার স্ক্যানিং হতো। নতুন দুটি স্ক্যানার দিয়ে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার স্ক্যানিং করা সুযোগ তৈরি হওয়ায়, আন্তর্জাতিক ভাবে চট্টগ্রাম বন্দর আরও একধাপ এগিয়ে যাবে।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা আরিফুর রহমান খান।
Leave a Reply