স্টাফ রিপোর্টার।। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার। তিনি বলেন, “পরিপত্র জারি হয়েছে। সে হিসেবে তারা সোমবার থেকে নগরীতে টহল শুরু করেছে। ভোটের পরদিন পর্যন্ত তারা টহলে থাকবে।”
প্রত্যেক দুইটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। পাশাপশি প্রত্যেক ওয়ার্ডে এক প্লাটুন করে র্যাব মোতয়েন থাকবে বলে জানায় নির্বাচন কমিশন।তাছাড়া পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটেলিয়নের সমন্বয়ে প্রত্যেক তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
বিএনপি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করলেও নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে।
গত রোববার আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি সাংবাদিকদের জানান, সেনা মোতায়েনের কোনো প্রয়োজন বোধ করছেন না এই সিটি কর্পোরেশন নির্বাচনে।
Leave a Reply