স্বাধিনতার কন্ঠ ডেক্স।। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে আলাউদ্দিন নামে এক যুবক নিহত হয়। খবর শুনে নিহত হয় তার মা বলে জানা গেছে।
বুধবার (২৭শে জানুয়ারী) সকাল দশটার দিকে ভোট কেন্দ্রে সংঘর্ষে ছেলের নিহতের সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নিহতের মা আছিয়া বেগম (৬০)। চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিসের পাশে নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুুুুলিশ তৎক্ষনাত পাঁচজনকে আটক করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোট চলাকালে সকাল ১০টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিমের সমর্থকদের সাথে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহামুদুর রহমান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাতজন আহত হয় এবং আলাউদ্দিন নামে একজন নিহত হয়। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ অবস্থান করছে।
Leave a Reply