অনলাইন ডেক্স।। এ বছরের জানুয়ারী মাসে সংগীত শিল্পী হাবিব ওয়াহিদের সাথে বিয়ে হয় মডেল আফসানা চৌধুরী শিফার। বিয়ের সাত মাসের মাথায় তাদের ঘরে জন্ম নিলো এক ফুটফুটে পূত্র সন্তান।
গত বুধবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে স্ত্রী শিফা এক পূত্র সন্তানের জন্ম দেন বলে জানা গাছে। স্বামী হাবিব ওয়হিদ তার ছেলের নাম রেখেছেন আয়াত।
এই খবরটি নিশ্চিত করেছেন হাবিবের পিতা সুনামধন্য ও জনপ্রীয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘আমি এখন গ্রামের বাড়িতে আছি। এখানেই থাকি। হাবিব বাবা হয়েছে, খবর পেলাম। মা ও সন্তান দুজনই ভালো আছে। তাদের জন্য দোয়া করবেন। ’
স্ত্রী আফসানা চৌধুরী শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। এর আগে ২০০৩ সালে হাবিব লুবায়না নামের একজনকে বিয়ে করেন। প্রেমের সেই বিয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের রয়েছে একমাত্র পুত্র সন্তান আলীম ওয়াহিদ। এবার দ্বিতীয় পুত্রের বাবা হলেন এই সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ।
Leave a Reply