শ্রমিক ঠকানোর দায়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন শ্রম আদালত।
দুপুরে, ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। ড. ইউনূসসহ চার আসামিকে এ সাজা দেয়া হয়েছে। গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়ার অভিযোগ আনা হয়েছিল এ মামলার আসামিদের বিরুদ্ধে।
৮৪ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার পর আপিলের শর্তে, ড. ইউনূসসহ চারজনেরই এক মাসের জামিন মঞ্জুর করেছে শ্রম আদালত। এছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা কোরে জরিমানাও করা হয়।
Leave a Reply