ডেস্ক প্রতিবেদক : কাল থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪। মাসব্যাপী এ মেলার ২৮তম আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পূর্বাচলে বাণিজ্যমেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলা প্রাঙ্গণে ফুটিয়ে তোলা হয়েছে আধুনিক বাংলাদেশের এক টুকরো প্রতিচ্ছবি।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর বসছে কাল। বছরের প্রথমদিনে মেলা শুরুর রীতি থাকলেও, এবার জাতীয় নির্বাচনের কারণে কিছুদিন পিছিয়ে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্যমেলা।
পুর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিভিশন সেন্টারে প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়নের পাশাপাশি, এবারের বাণিজ্যমেলায় ফুটিয়ে তোলা হয়েছে আধুনিক বাংলাদেশের একটুকরো প্রতিচ্ছবি। দেশের উন্নয়ন চিত্র তুলে ধরতে মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের আদলে বানানো হয়েছে মেলার প্রধান ফটক। মূল ভবনের ভেতরে অস্থায়ীভাবে বানানো হয়েছে,বঙ্গবন্ধুর ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি।
ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মেলার প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
বিশ্বের ১২টি দেশের অংগ্রহনে ৩৩৫টি স্টলের শেষ মুহুর্তের প্রস্তুতিতে কর্মব্যস্ততায় মুখরিত মেলা প্রাঙ্গন। মেলায় শিশু পার্ক, যাতায়াতে ৫০টি বিআরটিসি বাস বিরতিহীন সেবাসহ নানা ব্যবস্থাপনায় অন্যান্য সময়ের চেয়ে এবার বেশি আকৃষ্ট করবে দর্শনার্থীদের।
Leave a Reply