ডেস্ক প্রতিবেদক : চলতি বছরেই শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এরই মধ্যে ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
দুপুরে, রাজধানীর সেতু ভবনে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন,এই এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট অংশে যান চলাচল করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ, ২০২৪ সালের মধ্যেই শেষ করা হবে।
সেতুমন্ত্রী জানান,পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে এবং এখন পর্যন্ত ১ হাজার ২৫২ কোটি টাকার টোল আদায় হয়েছে। চলতি বছরের জুনের মধ্যেই, গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজও শেষ হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
মাসুদ/ নিউজ
Leave a Reply