স্টাফ রিপোর্টার।। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ঈশ্বরদীর সঙ্গীত জগতের এক উজ্জল নক্ষত্র ওস্তাদ এমদাদুল হক এমদাদ।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আজ শনিবার (২৪শে এপ্রিল) দুপুর বারোটার দিকে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ই এপ্রিল তাঁর ভাইয়ের লাশ দেখে বাড়ি ফেরার পর তিনি অসুস্হ হয়ে পড়েন। এমদাদ কে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখানে অবস্হার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ই এপ্রিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তিনি মৃত্যুকালে চার মেয়ে, স্ত্রী, অনেক ছাত্র ও অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
তিনি ঈশ্বরদী ললিতকলা একাডেমী, সংস্কৃতি নিকেতন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তবলায় শিক্ষকতা করেছেন। তিনি একজন ভালো ওস্তাদ এবং অভিজ্ঞ তবলা বাদক ছিলেন।
Leave a Reply