বিনোদন ডেক্স।। মিস ইন্ডিয়া-২০২০ প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন মান্য ওম প্রকাশ। এটা তার জন্য এক কঠিন কাজ ছিলো।
ভারতের উত্তরপ্রদেশের কুশিনগর জন্মগ্রহণ করেন মান্য ওমপ্রকাশ। তার বাবা অটোরিকশা চালক। শুধু তাই নয় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনা জানিয়েছেন আরো অনেক কিছু। তিনি লেখেন অসংখ্য রাত খাবার ও ঘুম ছাড়া কাটিয়েছেন তিনি। কাজের প্রয়োজনে মাইলের পর মাইল হাঁটতে হয়েছে তাকে। জীবনকে আরো কিছুদূর টেনে নিতে বিকালে ধুয়েছেন থালাবাসন, রাতে করেছেন কল সেন্টারে কাজ।
মান্য আরো লেখেন এই অর্জন তার রক্ত, ঘাম ও অশ্রু ঝরানো পরিশ্রমের ফল। তিনি জানান, তার সব পোশাকই অন্যেজনের কাছ থেকে নেওয়া। তার মায়ের গহনা বন্ধক রাখতে হয়েছে পড়াশুনার জন্য।
মায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, তার জন্য তার মা অনেক কষ্ট করেছেন। মাত্র ১৪ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিলেন মান্য। এরপর কোনো রকমে লেখাপড়া শেষ করেন। তবে অর্থাভাবে উচ্চ শিক্ষা গ্রহন করতে পারেনি এই সুন্দরী প্রতিযোগীতার রানার আপ মান্য।
আবেগঘন এই স্ট্যাটাসে তিনি জানান, তার বাবা, মা, ভাইদের সকলের সামনে আনতে চান এবং দেখাতে চান, যদি সংকল্প ও স্বপ্ন থাকে তাহলে সব সম্ভব।
এবার মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন তেলেঙ্গানার মানসা বারাণসী। তিনি একজন ইঞ্জিনিয়ার। এছাড়া মিস গ্র্যান্ড ইন্ডিয়ার মুকুট পেয়েছেন মিস হরিয়ানা মণিকা সেওকান্ড।
Leave a Reply