স্টাফ রিপোর্টার।। পাবনা জেলার চাটমহর উপজেলায় বাহাদুর পুর গ্রামে দুই বছরের শিশু কন্যা খুন হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ ই জানুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এবং জড়িত সন্দেহে তার মামাতো ভাই আহসান হাবিব (১২) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবলু হোসেনের শিষু কন্যা খাদিজাকে নিয়ে বিকেলে খাবার কিনতে যায় তার মামাতো ভাই আহসান হাবীব। তারপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির কাছে আব্দুল্লাহর নির্মাণাধীন বাড়িতে শিশু কন্যার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দেয় এলাকার বাসিন্দারা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশু কন্যাটির মরদেহ উদ্ধার করে।
Leave a Reply