বরিশালে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
রাজশাহীতে বই উৎসবের উদ্বোধন করেছেন,সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি।
চাঁদপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,জেলা প্রশাসক কামরুল হাসান।
পাবনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন,জেলা প্রশাসক মো:আসাদুজ্জামান।
দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজারেও অনুষ্ঠিত হয়েছে বই বিতরন উৎসব। জেলার ৯টি উপজেলায় আটষট্টি লক্ষ পঁচাশি হাজার বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন কলেজের অধ্যক্ষ এ এইচ এম কামরুজ্জামান এবং উপজেলা শিক্ষা অফিসার এস এম আবু তালেব।
মানিকগঞ্জে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন,জেলা শিক্ষা অফিসার মো:আমীর হোসেন।নতুন বই পেয়ে খুশিতে মেতে ওঠে শিক্ষার্থীরা।এছাড়াও দেশজুড়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply