অনলাইন ডেক্স।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে, এটা বাংলাদেশের এক দিনে সর্বোচ্চ পরিমান মৃত্যুর রেকর্ড।
সরকারি হিসাব মতে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের। এর আগে, গতকালই একদিনে সর্বাধিক ১৬৩ জন মারা যাওয়ার রেকর্ড হয়েছিল। আজ কয়েকদিন ধরে প্রতিদিনই প্রায় মৃত্যুর নতুন রেকর্ড তৈরী হচ্ছে।
গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২ ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়। বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply