নিজেস্ব প্রতিনিধি।। গত সোমবার (২৮ শে ডিসেম্বর) কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্যেশে ক্যাম্প ছাড়ে এক হাজার সাতশত বাহাত্তর জন রোহিঙ্গা। তারপর চট্টগ্রাম থেকে রোহিঙ্গারা মঙ্গলবার নৌ-বাহিনীর তত্বাবধানে রওনা হয় ভাষানচরের উদ্যেশে।
চট্টগ্রামের উখিয়া-টেকনাফেরর বিভিন্ন ক্যাম্প থেকে তাদের একত্রে করে উখিয়া ডিগ্রী কলেজের মাঠ থেকে বেলা ১১টা হইতে বিকাল ৪টা পর্যন্ত মোট ৩৭টি বাসে করে চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা হয়। রাতে রোহিঙ্গাদের বিএএফ শাহীন কলেজের অস্হায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়।
শরনার্থী ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, যারা নিজ ইচ্ছায় ভাষানচরে যেতে ইচ্ছুক তারা নিজ নিজ শিবিরের কার্যালয়ে নাম অন্তর্ভুক্ত করে।
এর আগে প্রথম দফায় ৪ ঠা ডিসেম্বর এক হাজার ছয়শত বিয়াল্লিশ জন রোহিঙ্গা নৌবাহীনির তত্বাবধানে নিজ ইচ্ছায় ভাষান চরে স্হানাত্তরিত হয়।
Leave a Reply