অনলাইন ডেস্ক ॥ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কয়েক বছর ধরেই আলোচনায় এই অভিনেত্রী। স্বামী রোশন সিংয়ে সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের বিষয়ে আলোচনা তো ছিলই। সেই সঙ্গে যোগ হয়েছে তার নতুন প্রেমিক, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর নামও।
সংসার করতে চেয়ে মামলা করেছিলেন রোশন সিং। গত ১৪ জুলাই শিয়ালদহ ব্যাংকশাল আদালতে মামলার শুনানির দিন স্থির হয়। তবে আদালতের সমন পেয়েও এ দিন হাজির হননি অভিনেত্রী।
তবে সম্প্রতি তার করা এক পোস্ট দ্বন্দ্বে ফেলেছে ভক্তদের? এবার কী নতুন প্রেমিকের সঙ্গেও বিচ্ছেদ হতে চলেছে শ্রাবন্তীর? কিংবা সেই সম্পর্কে তৈরি হয়েছে কোনো ফাটল?
নিজের ইন্সটাগ্রাম স্ট্রোরিতে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে লেখা আছে, কখনও কখনও একা থাকাই সবচেয়ে ভাল…।
প্রশ্ন উঠছে এবার কী ইঙ্গিত দিতে চাইছেন শ্রাবন্তী? তাহলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগবে রোশন-শ্রাবন্তীর? নিজের পুরনো ট্রেন্ড ভাঙবেন নায়িকা? নাকি নতুন প্রেমেই মজেছেন তিনি?
এদিকে টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, বাইপাসের ধারে তার বাসায় থাকেন নতুন প্রেমিক। শুধু তাই নয়, নির্বাচন পরবর্তী সময়ে নতুন জুটি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। দু’জনের ছবি প্রকাশ্যে না আনলেও, নিজের ছবি প্রায়শই শেয়ার করছেন নায়িকা।
Leave a Reply