পাইকারি বাজারে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হচ্ছিল ১৩০ টাকায়।
এবিষয়ে আড়তদাররা জানান, ভারত ও বাংলাদেশে গত একসপ্তাহে সমানভাবে পেঁয়াজের দাম বেড়েছে।
ভোজ্য তেল সয়াবিনের দামও বৃদ্ধি পেয়েছে। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২৬ টাকা থেকে ১৩২ টাকা পর্যন্ত। এই মূল্য বোতলের গায়ে লেখা রয়েছে। খোলা তেল বিক্রী হচ্ছে ১৩০ টাকা।
খুচরা দোকানদার আলহাজ্ব আখমল জানান, “কোম্পানি কিছুদিন বোতলের সরবরাহ কমিয়ে দিয়েছিল। এখন আবার এক লিটার ১৩৪ টাকা ও দুই লিটার ২৬৮ টাকা এমআরপির তেল বাজারে এসে গেছে।”
দীর্ঘদিন ধরে আমদানি করা মোটা মসুরের ডাল ৫৫ থকে ৬০ টাকা কেজি বিক্রী হচ্ছিল। তা বেড়ে এখন ৭০ থেকে ৮০ টাকা বিক্রী হচ্ছে।
Leave a Reply