ভোটে ‘গোলযোগের গুজব’ বিষয়ে ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন,নির্বাচন কমিশনার মো.আনিছুর রহমান।তিনি জানান,নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে, এবারই প্রথম ভোটের মাঠে সর্বাধিক বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে।
সকালে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন,এবারের ভোট গ্রহণ কোনরকম প্রশ্নবিদ্ধ হলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়া,প্রশিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।
Leave a Reply