এবারের নির্বাচনে জনগণের বিজয় হয়েছে, যা দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে- বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাঁর সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করায় দেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় জনগণের প্রত্যাশা পুরণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর, সোমবার দেশি-বিদেশে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতের রৌদ্যজ্জল দুপুরে, গণভবনের উন্মুক্ত প্রাঙ্গণে সকলের উষ্ণ অভ্যর্থণা গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
সূচনা বক্তৃতায় এবারের নির্বাচনকে, সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এই নির্বাচনে বাংলাদেশের জনগণের জয় হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার ফলেই, দেশের মানুষ স্বাধীন-স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোট প্রদান করেছে।
অনুষ্ঠানে সাংবাদিক-পর্যবেক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন-অগ্রযাত্রার বিরোধীরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, জনগণ শেষপর্যন্ত আওয়ামী লীগের ওপরেই আস্থা রেখেছে, তাদের প্রত্যাশা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই হবে আগামীর লক্ষ্য।
Leave a Reply