দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ভোট শেষে বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে সিইসি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটের মাঠে গুরুতর সহিংসতা ঘটেনি।
তিনি আরও বলেন, যেসব নির্বাচনী কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। আচরণ বিধি লঙ্ঘন করায় শেষ মুহুর্তে একজন প্রার্থীর প্রার্থিতাও বাতিল করা হয়েছে।
হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল ভোটার উপস্থিতি কম হবে কিন্তু সে শঙ্কা কেটে গেছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখেছি। পরে টিভির তথ্য থেকে মনে হয়েছে সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি। তারপরও যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেপ্তার করেছি, মামলা করেছি।
Leave a Reply