আগামীকাল জাতীয় নির্বাচনে দেশবাসী ভোটকেন্দ্রে গিয়ে আনন্দমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে সিইসি বলেন, শান্তিপূর্ণ-সুষ্ঠু নির্বাচন করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে কমিশন। তিনি বলেন, নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল, মোট ১৯৩১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করছি। নির্বাচনী দায়িত্ব অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ইসি।
রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্র গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
Leave a Reply