পঞ্চগড় প্রতিনিধি : চলতি রবি মৌসুমে পঞ্চগড়ে এবার শরিষার সরিষার ফলন হয়েছে। আমন ধান কাটার পরপরই শরিষা চাষ করে আর্থিকভাবে সফলতার পথ খুঁজে পেয়েছেন স্থানীয় চাষীরা। জেলা কৃষি বিভাগ বলছেন, জেলার দুই ফসলী জমিগুলোকে তিন ফসলের আওতায় আনতে চাষীদের প্রয়োজনীয় সহযোগিতাসহ কৃষি পরামর্শ দেয়া হচ্ছে।
সমতলে চা চাষে সফলতার পর এবার শরিষা চাষ করে সফলতার পথ খুঁজে পেয়েছেন পঞ্চগড়ের প্রান্তিক চাষীরা। জেলার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চাষ করা শরিষা ক্ষেতগুলো যেন হলুদ ফুলের গালিচা বিছিয়েছে। সচরাচর আমন ধান কাটার পর বোরো আবাদ করা হয় এসব জমিতে। তবে আমন ধান কাটা ও বোরো চাষের মাঝে প্রায় তিন মাস পড়েই থাকতো এসব জমি। এই তিন মাস পড়ে থাকা জমিতে অল্প পরিশ্রম ও সামান্য বিনিয়োগ করে অধিক লাভের স্বপ্ন পূরণ করেছে শরিষা।
স্থানীয় চাষীরা বলছেন, আমনের পরপরই বোরো লাগানোর মধ্যবর্তী সময় শরিষা চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। তাছাড়া শরিষা বিক্রি করে বোরোর ব্যয় মেটানোর পথও খুঁজে পেয়েছেন চাষীরা।
কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় চলতি মৌসুমে স্থানীয় শরিষা চাষীরা লাভবান হবেন বলে জানালেন এই কৃষকের পাশে থাকা উপসহকারি কৃষি কর্মকর্তা।
আর জেলা কৃষি সম্প্রসারণ অফিস বলছে,গত বছরের তুলানায় চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় শরিষার বাম্পার ফলন হয়েছে। এ থেকে জেলার প্রান্তিক চাষীরা উপকৃত হবেন।চলতি রবি মৌসুমে পঞ্চগড় জেলায় এবার ৯ হাজার ৬শ ৭ হেক্টর জমিতে শরিষা আবাদ করা হয়েছে।
Leave a Reply