স্টাফ রিপোর্টার।।ইরানের পরমানু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেহগান এ অঙ্গীকার ব্যাক্ত করেন বলে বিবিসি জানায়।
তিনি এক টুইট বার্তায় বলেন “আমরা এই শহীদের হত্যাকারীদেরকে বজ্রপাতের মতো আঘাত করব এবং তাদের কাজের জন্য অনুশোচনা করতে বাধ্য করব”।
ইরানের সেনা বাহিনীর চীপ অফ স্টাফ মেজর জেনারেল মোহম্মদ বাকেরী গত শুক্রবার কঠোর প্রতিশোধের হুশিয়ারী উচ্চারন করেছেন। ইরানের সেনাপ্রধান আরো বলেন, শত্রুদের জেনে রাখা উচিত শহীদ বিজ্ঞানী ফাখরিজাদাহ যে পথ দেখিয়ে গেছেন তা কখনো বন্ধ হবেনা। এছাড়া দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই হত্যার কঠোর প্রতিশোধের হুমকি দেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এক টুইট বার্তায় বলেন সন্ত্রাসীরা ইরানের একজন বিখ্যাত বিজ্ঞানীকে হত্যা করেছে।পররাষ্ট্র মন্ত্রী এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন। কিন্তু ইসরায়েলর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। গত শুক্রবার সন্ধ্যায় তেহেরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরে মোহসেন ফকিরিজাদের গাড়ি বহরে সন্ত্রসী হামলা হয়।
এসময় তাঁর দেহ রক্ষীদের সাথে বন্দুক যুদ্ধ হয় এবং বিজ্ঞানী মহসেন ফকিরিজাদ গুরুতর আহত হন।হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গন তাঁকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply