স্টাফ রিপোর্টার।। বৃহস্পতিবার (৩১ শে ডিসেম্বর) বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পাবনা জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাথে পাবনা জেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রশাসনের আশ্বাস পেয়ে পরিবহন ধর্মঘট আগামী সোমবার পর্যন্ত স্হগিত করেছে পাবনা জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
পাবনা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক জনাব হাবিবুর রহমান হাবিব জানান, “বেড়ায় বৈঠকে শাহজাদপুরের পরিবহন নেতৃবৃন্দ না আসায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ আগামী সোমবারের মধ্যে আবার দুই পক্ষকে নিয়ে বৈঠক করে চুড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আশ্বাস প্রদান করায় আগামী সোমবার পর্যন্ত পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে সমাধান না হলে আবার মঙ্গলবার হতে পরিবহণ ধর্মঘট শুরু হবে”।
সিরাজগন্জের শাহাজাদপুরে গত ২৪ শে ডিসেম্বর অতিরিক্ত চাঁদা আদায়, পাবনার গাড়ি ভাংচুর ও শ্রমিক মারধরের ঘটনা ঘটে। যার প্রতিবাদে বৃহস্পতিবার ৩১ শে ডিসেম্বর ভোর ছয়টা থেকে পাবনায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়।
Leave a Reply