স্টাফ রিপোর্টার॥ প্রতিবন্ধি ভিক্ষুক মিলনকে হত্যার চার দিনের ব্যবধানে ঈশ্বরদী থানা পুলিশ চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় ঈশ্বরদী থানায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে থানা পুলিশের পক্ষ থেকে থানার অফিস কক্ষে আয়োজিত এই প্রেসব্রিফিংএ বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ভিক্ষার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতন্ডার পর প্রতিবন্ধি ভিক্ষুক মিলনকে গত চব্বিশ জুন রাতে ঈশ্বরদীর আওতা পাড়ার মানিক প্রামানিকের ঘরে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। এর পর পুলিশ চ্যালেঞ্জ করে ভিকটিমের নাম পরিচয় উদ্ধার ও হত্যা রহস্য উদঘাটন করে ।
পরে আসামি জাহিদুল ও নিরঞ্জনসহ চারজনকে উল্লাপাড়া ও ঈশ্বরদীর বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ের সময় অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ফিরোজ কবীর ও ওসি তদন্ত হাদিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply