ডেস্ক প্রতিবেদক : অবকাঠামোগত অগ্রগতির সাথে সাথে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত উন্নয়নের লক্ষ্য রেখেই,সরকারি পরিকল্পনা গ্রহণ করতে হবে।বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে চলমান প্রকল্পগুলোর কাজ যাতে দ্রুত শেষ হয় এবং খরচ না বাড়ে,সে বিষয়েও সর্তক থাকতে বলেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময় ভোগ্যপন্যের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সরকার প্রধান।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর জোর দেন সরকারপ্রধান। সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী কড়াভাবে সতর্ক করেন প্রকল্পের যেন কালক্ষেপণ না হয় এবং খরচ না বাড়ে।এছাড়া, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও আর্থসামাজিক উন্নয়নের জন্য তার গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বিবেচনা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতির কারণে জিনিষপত্রের মূল্যবৃদ্ধির কথা জানিয়ে, ভোগ্যপণ্যের আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর আহবান জানান। আজকের একনেক সভায় ৪ হাজার ৪৫৩ কোটি ২১ লাখ টাকার ৯ প্রকল্প অনুমোদন দেয়া হয়।
Leave a Reply