নিজেস্ব প্রতিনিধি।। অদ্য মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা, দিপু মনি বলেন, “কোভিট-১৯” এর কারণে নতূন বছরে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা মন্ত্রী ডা, দীপু মনি আরো বলেন, আগামী বৎসরের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরিক্ষার্থীদের জন্য প্রস্তুতির কারনে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্লাস রুমে অসমাপ্ত সিলেবাস শেষ করে প্রস্তুতি মূলক পরিক্ষা নেয়া হবে। তার মধ্যে দুই স্তরের ছাত্র ছাত্রীদের পাবলিক পরিক্ষায় অংশগ্রহন করানো হবে।
তিনি বলেন আগামী জুনে এসএসসি বা সমমান ও জুলাইয়ে এইচএসসি বা সমমান পরিক্ষা নেয়া হবে যদি ফেব্রয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়। কোভিড-১৯ এর কারণে স্কুল বন্ধ থাকায় পরিক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করে পড়ানো হবে।
পরিক্ষা অনিশ্চিতের কারণে ছাত্র ছাত্রী ও অভিবাবক গন দুশ্চিন্তায় ভূগছিলেন শিক্ষা মন্ত্রীর এই ঘোষনায় সবার মনে অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে এখন স্বস্তি বিরাজ করছে।
Leave a Reply