মামুনুর রহমান/জলিল/সজিব: বঙ্গবন্ধু নানা ধরনের মানুষকে এক কাতারে এনেছেন। এটা পৃথিবীতে নজীরবিহীন। সুতরাং বঙ্গবন্ধুর জন্ম না হলে এই স্বাধীন দেশের জন্ম হতোনা বলে মন্তব্য করেছেন ,রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচীব ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বুধবার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত উপবৃত্তির টাকা,বাইসাইকেল বিতরণ ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
পাবনা জেলা প্রশাসক মু.আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের সঞ্চালনায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,সহকারী কমিশনার ভুমি টিএম রাহসীন কবীর,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম,সমাজসেবা অফিসার মাসুদ হাসান, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্নাসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, বঙ্গবন্ধু না হলে আমরা আজকের উন্নয়নের রোল মডেলে পৌঁছতামনা। তারই যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় রূপপুর পরমাণু প্রকল্পসহ দেশের অভুতপূর্ব উন্নয়ন হতোনা। অনুষ্ঠানে ৩৬জন ক্ষুদ্র-নৃ গোষ্ঠি আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা,চারটি বাই সাইকেল ও দু’টি ঘরের চাবি হস্তান্তর করেন। এর আগে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা ফিতা কেটে,বিশেষ মোনাজাত ও দোলনায় বসে দোলখেয়ে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন।
Leave a Reply