পঞ্চমবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে ও পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতি সৌধের পরিদর্শন বইয়ে তিনি লেখেন, সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শেখ হাসিনার নেতৃত্ব পঞ্চমবারের সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন সরকারের দায়িত্বগ্রহণের পর শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে নতুন মন্ত্রিসভার সদস্যবৃন্দকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার জানান তিনি।
পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।পরে,মন্ত্রিসভার নতুন সহকর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে, জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেটের মাধ্যমে ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়েছে। এই জয় জনগণ ও গণতন্ত্রেরও জয়।আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
Leave a Reply