স্টাফ রিপোর্টার ঈশ্বরদী ॥ চলতি অর্থ বছরে পাবনার বনলতা সুইটস এন্ড বেকারী সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে। গত শনিবার সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সম্মেলন কক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বনলতাকে এই পুরস্কার হিসেবে সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। এসব পুরস্কার গ্রহন করেন, কোম্পানীর জেনারেল ম্যানেজার তামিম ইসলাম। একই সময় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিভাগের ১৭ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে ।অনুষ্ঠানে ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কৃতদের এ সময় সম্মাননা প্রদান করেন ।এ সময় বিশেষ অতিথি হিসেবে কর কমিশনার জনাব নুরুজ্জামান খান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, সভায় সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন সিরাজী, কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী । স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার এস এম সোহেল রহমান ।
Leave a Reply