স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে উচ্চ ফলনশীল এবং অধিক চিনি দিতে সক্ষম আরো একটি নতুন জাতের আখ-৪৮ অবমুক্ত করা হয়েছে।
গত ১৭ জুন জাতীয় বীজ বোর্ডের ১০৫ তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় এ আখ জাতটি অবমুক্ত করা হয়।
সেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার জাতটির ভূয়সি প্রশংসা করেন। এই জাতের ফলন ৯৩ দশমিক ৫০ টন থেকে ১২১ দশমিক ৫২ টন । বহুল প্রচলিত আখ জাত ঈশ্বরদী ৩৯ এর চেয়ে ৭.৩৬% বেশি এবং চিনি উৎপাদন ক্ষমতা ১২.০৬-১৫.১১% ও গুড় আহরণ হার ১০.৭৫% ঐ জাতের চেয়ে যথাক্রমে ০.৩৮% এবং ০.৮৫% বেশি।
এই আখ জাতটি তূলনা মুলক মোটা এবং স্মাট ও উইল্ট রোগ প্রতিরোধী। এবং এই আখ জাতে লালপচা রোগ দেখা হয়না। পাতায় ধার কম থাকায় জমিতে শ্রমিকগণ সাছ্যন্দে আখক্ষেতে কাজ করতে পারেন।
গত মঙ্গলবার বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট প্রধান কার্যালয় ঈশ্বরদীর মহা-পরিচালকের কার্যালয় থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Leave a Reply