এসআই টিটুল ।।ঐক্যবদ্ধভাবে যে কোন কঠিন কাজ করলে তার ফলাফল ভাল হয় বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। শনিবার দিনব্যাপি বাঘইল স্কুল এন্ড কলেজের পঁচাত্তর বছর পূর্তি উৎসব উপলক্ষে স্কুল চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইঞ্জিনিয়ার জাফর সাদেক,বীর মুক্তিযোদ্ধা অমিন উদ্দিন প্রামানিক,বিশিষ্ট ব্যবসায়ী রওশন আক্তার, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, বিশিষ্ট ব্যবসায়ী রওশন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম লিটন, প্রভাষক মঞ্জুরুল আলম,বিএনপি নেতা আলহাজ¦ আজি হক,বিএনপি নেতা আলহাজ¦ আকমল হোসেন,আব্দুস সোবহান,আলাউদ্দিন সরদার,আবুল কালাম সিদ্দিক, রেজাউল ইসলাম লিটন,বিএনপি নেতা মোহাম্মদ আলী কাজল,কবীর আহমেদ, মাহফুজুর রহমান মঞ্জু,রেজা মেম্বর,মুশফিকুর রহমান স্বজল, মনোয়ারুল ইসলাম শিপন,চাঁদ আলীচাঁদু,আলমগীর মাস্টার,রিমন হোসেনসহ কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
**সভায় সকলের সম্মতিক্রমে প্রতিষ্ঠানের প্রাক্তনী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে সদস্য সচীব নির্বাচিত করে বাঘইল স্কুল এন্ড কলেজের পঁচাত্তর বছর পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব তৌহিদ আক্তার পান্নাকে আহবায়ক ও আলমগীর মাস্টারকে সদস্য সচীব নির্বাচিত করে সম্প্রচার কমিটি গঠনসহ মোট ১৯টি পৃথক কমিটি গঠন করা হয়। এদিকে অনুষ্ঠিতব্য পঁচাত্তর বছর পূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে বিশাল আকৃতির আধুনিক মঞ্চ নির্মাণ কাজ চলমান রয়েছে। উল্লেখ্য,আগামি ৭ ও ৮ ফেব্রুয়ারি দু’দিনব্যাপি নির্মানাধীন মঞ্চে দেশ-বিদেশে অবস্থানকারী প্রাক্তনীদের মিলন মেলায় স্মৃতিচারণ,আলোচনাসভা,উপহার বিতরণসহ নানা অনুষ্ঠানের সাথে প্রখ্যাত কন্ঠ শিল্পী আসিফ,আখি আলমগীর ও সোহেল মেহেদীসহ বিশিষ্ট শিল্পীদের কন্ঠে গান পরিবেশন করা হবে।#
Leave a Reply