ডেস্ক প্রতিবেদন : গত এক সপ্তাহ ধরে চড়া সব ধরনের চালের বাজার। দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে দাম বেড়েই চলেছে। মিনিকেটের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা এবং বস্তায় চারশো টাকা পর্যন্ত। অন্যান্য চালে প্রোকার ভেদে বেড়েছে বস্তায় দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত। রাজধানীর চাল ব্যবসায়ীরা এজন্য মিলার এবং সিন্ডিকেটকে দায়ী করছেন।
তবে খাদ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম আসার পর চিত্র পাল্টে যায়। দোকানিরা গদি ছেড়ে কেটে পড়েন। মন্ত্রণালয়ের প্রতিনিধি বলছেন, ব্যবসায়ীদের ওয়াদা অনুযায়ী দাম কমাতে সময় দিতে চান তারা।
বেড়েছে রমজানের সাথে সম্পৃক্ত ছোলা এবং ডালের দামও। প্রতিকেজি ছোলা ১১০ থেকে ১২০ টাকা এবং দেশি মশুরডাল ও চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে। ভোজ্যতেলের দামেও সস্তি নেই। বাজারে প্রতি লিটার বোতলজাতো সয়াবিন বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়।
একই ভাবে বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি এবং মাংসের দামও। নির্ধারিত ৬৫০ টাকার গরুর মাংস,বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। এদিকে ভরা মৌসুমেও মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্তের নাগালে আসেনি সবজির দাম ।
Leave a Reply