স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় নানা
কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি পালন উপলক্ষে সূর্যদ্বয়ের সাথে সাথে সরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয় । বেলা ১১টায় ঈশ্বরদী উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন
করা হয়। এসব কর্মসূচিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, রুপপুর পরমাণু প্রকল্পের পিডি ড.শওকত আকবর, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বিভাগ, আওয়ামীলীগ ও অঙ্গ- সহযোগি সংগঠনসহ বিভিন্ন
শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে বাদ যোহর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল । এসব অনুষ্ঠানে ইউএনও পিএম ইমরুল কায়েসের সভাপতিত্ব ঈশ্বরদী উপজেলা
চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে সকাল সাতটা থেকে বঙ্গবন্ধুর হত্যাকারিদের বিচার ও স্বাধিনতা রক্ষার অঙ্গিকারের মধ্যদিয়ে ঈশ্বরদী ও পাকশীতে জাতীয় শোক দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে আওয়ামীলীগ ও এর
অঙ্গসংগঠন এবং পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আওয়ামীলীগের বিভিন্ন অফিস ও পাকশী বিভাগীয় রেলওয়ে অফিসে পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বিশেষ দোয়া শেষে শোক র্যালি এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
Leave a Reply