বিতর্কিত কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দিয়েছে ভারতের কৃষকেরা। ‘দিল্লি চলো’ ডাক দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কৃষক-শ্রমিক দিল্লি অভিমুখে রওনা হয়েছে।
দিল্লি ডোকার পথে বিভিন্ন বাধার সম্মুখিন হচ্ছে কৃষক শ্রমিকরা।রাস্তা ঘাট উত্তাল আন্দোলন কারীদের বিক্ষোভ মিছিলে। কৃষি আইন বাতিলের দাবিতে এই প্রচন্ড শীত উপেক্ষা করে দিল্লি ডোকার চেষ্টা করছে হাজার হাজার কৃষক শ্রমিকরা। দিল্লির প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে ব্যাপক আইন শৃংখলা বাহীনি। তাদের সাথে বিক্ষোভ কারীদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
বিভিন্ন জায়গায় ট্রেন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘঠেছে।অনেক জায়গায় কল কারখানাও বন্ধ রয়েছে। সরকার বিক্ষোভ দমনে ধরপাকড় শুরু করেছে এবং কঠোর অবস্থানে সরকার। এদিকে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবীতে আন্দোলন কঠোর থেকে আরও কঠোরতর হচ্ছে।
Leave a Reply