ঢাকা অফিস।।গত ১৩ অক্টোবর ২০২২ ঢাকা কেআইবি মিলনায়তনে “বিদ্যমান বিন্যাসের তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাত সমূহের উৎপাদন বৃদ্ধি ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় বাংলাদেশ কৃষি অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড, আব্দুর রাজ্জাক এমপি মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল আলম মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়, ড, আতিউর রহমান বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, মেজর (অবঃ) ইমরুল আলম প্রোপাইটার ইমরুল এগ্রো ফার্ম ও মোছাঃ নুরুন্নাহার বেগম প্রোপাইটার নুরুন্নাহার কৃষি খামার সহ আরো অনেকে।
Leave a Reply