স্টাফ রিপোর্টার।। প্রতি বছর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য একুশে পদক দেওয়া হয়।
এবার মরোণোত্তর একুশে পদক পাচ্ছেন, ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মোতাহের হোসেন তালুকদার, শামছুল হক ও আফসার উদ্দীন আহমেদ। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য একুশে পদক পাচ্ছেন সৈয়দা ইসাবেলা, গোলাম হাসনায়েন ও ফজলুর রহমান খান ফারুক।
বৃহস্পতিবার (৪ঠা ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদকপ্রাপ্তদের প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
ওসমানি স্মৃতি মিলনায়তনে আগামী ২০শে ফেব্রুয়ারি পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পদক বিতরন করবেন।
Leave a Reply