প্রায় মাসখানেক হলো বিয়ে করেছেন মুম্বাইয়ের বাঙালি অভিনেত্রী সায়নী দত্ত। কিন্তু বিয়ের মাস পার না হতেই মনখারাপ তার। বিয়ের সব ছবিতে হাসিমুখেই ধরা দিলেও হঠাৎ কেনো তার মন খারাপ – এটাই জানিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম।
জানা গেছে, সায়নী’র বিয়ের আনন্দ শেষ। এবার নাকি সবার বাড়ি ফেরার পালা। সায়নী’র ভাইয়ের ছেলে চলে যাচ্ছে। তাই মন খারাপ হচ্ছে তার। ছোট ভাইপোর সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, আমার ছেলের সঙ্গে শেষ দিন। ভাইপোকে নিজের সন্তানের মতোই ভাবেন তিনি। সে চলে যাচ্ছে, তাই মন খারাপ তো হবেই।
জানা গেছে, সায়নী’র স্বামী গুরবিন্দরজিৎ সামরাও উড়ে গিয়েছেন লন্ডনে। সেখানে তার নিজের কর্মস্থল। আপাতত সায়নী থাকবেন মুম্বাইয়ে। সেখানে তার কিছু কাজ রয়েছে। তার পর এক সপ্তাহের জন্য যাবেন লন্ডনে। ফিরে এসে মুম্বইয়ে আরও একটি রিসেপশন হবে।
এই প্রসঙ্গে সায়নী বলেন, মুম্বাইয়ের রিসেপশনে আমন্ত্রিতর তালিকায় আমি যাদের সঙ্গে কাজ করেছি, তারা সকলেই থাকবেন। আর তাছাড়া অভিনেতা জ্যাকি শ্রফকে নিমন্ত্রণ করতে চাই। তাই তিনি যে দিন ডেট দেবেন, সে দিনই আমার রিসেপশন হবে।
Leave a Reply