স্টাফ রিপোর্টার ঈশ্বরদী।। “বিশ্বের অষ্টম আশ্চর্য পদ্মা সেতু উদ্ধধোনের প্রাক্কালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা এটা কিষের আলামত। বড় বড় সন্ত্রাসীদের মাননীয় প্রধানমন্তী ছাড় দেন নাই এ সকল সন্ত্রাসীরাও ছাড় পাবেনা বলে আশা করি”। টেলিভিশন কেন্ত্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানব বন্ধনে এসব কথা বলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টি এ পান্না।
গত ১৬ জুন ঢাকা গ্লোবাল টেলিভিশনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ঈশ্বরদীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত জয়েছে। মানব বন্ধন থেকে সন্ত্রাসীদের গ্রেফতার করে অতি সত্বর আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানানো হয়।
মানব বন্ধনে উপস্হিত থেকে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও টিভি জার্নালিষ্ট এসেসিয়েসনের সভাপকি টি এ পান্না, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুল আবেদীন, টিভি জার্নালিষ্ট এসেসিয়েসনের সাধারণ সম্পাদক বায়োজিদ বোস্তামী পলাশ, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি তুহিন হোসেন, গ্লোবাল টিভির ঈশ্বরদী প্রতিনিধি ইয়াছিন শেখ, মোহনা টিভির পাবনা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ্ হীরা, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি শহিদুল্লাহ্, সমকোন পত্রিকার নির্বাহী সম্পাদক রোহান খান ও সাবেক পৌর কাউন্সিলর ফকরুল ইসলাম মনি।এছাড়াও আরো অনেক ইলোকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ মানব বন্ধনে অংশ গ্রহন করেন।
Leave a Reply