অন লাইন রিপোর্টার।। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস বিশ্ব ব্যাপী ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে ৩৯ তম স্হানে।
গত মঙ্গলবার ফোর্বসের এই বার্ষিক তালিকা প্রকাশ করা হয়। সেখানে একশত জন বিভিন্ন পেশার নারীদের নাম রয়েছে।
প্রতিবারের মতো এবারেও প্রথম স্হান ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। দ্বীতিয় অবস্হানে রয়েছেন ইউরোপিয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্দ। তৃতিয় স্হানে রয়েছেন মার্কিন নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবং চতুর্থ স্হানে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন।
এ ছাড়া রয়েছেন অনেক রাজনিতীবিদ মিডিয়া ও সাংস্কৃতি ব্যাক্তিত্য।
বৃটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ রয়েছেন ৪৬ তম স্হানে এবং দক্ষিন এশিয়ায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রয়েছেন ৪১ তম স্হানে। আর বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ৩৯ তম স্হানে।
Leave a Reply