ডেস্ক প্রতিবেদন : টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
বাদ ফজর ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় উজতেমার কারযক্রম। আজ লাখো মুসল্লী একত্রে জুমার নামাজ আদায় করেছেন। ইজতেমা শেষে চিল্লায় বের হবেন। দ্বীনের শিক্ষা গ্রহণ কোরে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চায় তারা। ইজতেমার সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছেন আগত ধর্মপ্রান মুসুল্লীরা।
মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতো করতে পুলিশের পক্ষ থেকে, ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে উজতেমার দ্বিতীয় পর্ব।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমায় প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। শুক্রবার বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সা’দ সাহেবের আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।
জুমার নামাজের পরে আরবী ভাষায় বয়ান করবেন শেখ মোফলে, বাংলা তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর, বাদ আসর বাংলায় বয়ান করবেন মাওলানা মোশাররফ সাহেব, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, বাংলা তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।
Leave a Reply