জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে।
দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর নির্দেশনায় বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শিবলী সাদিকের সম্বনয়ে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এবং নীলক্ষেত হাই স্কুল – এ ৫০ টি করে মোট ১০০ টি বৃক্ষ রোপন করা হয় স্কুল পরুয়া শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের এমন কর্মসূচীতে অংশগ্রহন করতে পেরে আনন্দিত।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুল ছাত্র সম্পাদক রাজীব আহমেদ বলেন – শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের এই প্রানচ্ছ্বোল অদম্যকে দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানকে আমরা আরও অগ্রসর করবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্কুল ছাত্র সম্পাদক শিবলী সাদিক বলেন – বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের সাথে নিয়েই উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচলনা করে যাবে এবং দেশরত্নের স্মার্ট বাংলাদেশ রূপায়নে অগ্রসর ভূমিকা রাখবে এই ছাত্রসমাজ। এ সময় উভয় স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন এবং তারা বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মসূচীকে সাধুবাদ জানায়।
Leave a Reply