অনলাইন ডেক্স।। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সকল মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে। আর এই লক্ষে বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে গণটিকার নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ) অধ্যাপক ডা. মিজানুর রহমান মঙ্গলবার (৬ জুলাই) রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণটিকার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার থেকে। সুরক্ষা অ্যাপে এখন তিনটি ক্যাটাগরিতে নিবন্ধন চলছে। গণটিকার নিবন্ধন শুরু হলে আগের মতো সবগুলো ক্যাটাগরিই খুলে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সোমবার সাংবাদিকদের বলেছিলেন, আপাতত তিনটি ক্যাটাগরিতে অগ্রাধিকারের ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম চলছে। দুই একদিনের মধ্যেই সবার জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হবে। এবং সুরক্ষা অ্যাপে আগের সবগুলো ক্যাটাগরি যুক্ত করে দেওয়া হবে।
Leave a Reply